ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকার রুটসহ অভ্যন্তরীণ যাত্রীবাহী সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। অন্যদিকে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিএ কতৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।
অন্যদিকে যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন।
বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির কতৃপক্ষ জানায়, বরিশাল টার্মিনাল থেকে এমভি এমন খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়া রুটসহ পাঁচটি লঞ্চ ছাড়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধ থাকায় কেবিন যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে গত দুই দিনে বড় ধরনের কয়েকটি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে বলেও তারা জানায়।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. সোলাইমান বলেন, সন্ধ্যার পর নদীতে কুয়াশার ঘনত্ব আরও বেড়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নদীতে চলাচলে সতর্কতা অবলম্বন করার নিদের্শ দেওয়া হয়েছে।