ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইন তুলে ফেলায় ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের পূর্বে জন্মেজয় ঈদগাহ মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেললাইন সরিয়ে ফেললে তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
এ বিষয়ে বিভাগীয় যন্ত্র প্রকৌশলী সজীব আল হাসান বলেন, ‘ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ক্রেন এসে পৌঁছেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
এ ছাড়াগফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনের অন্য বগিগুলো ময়মনসিংহ জংশনে নিয়ে যায়।
পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জানিয়েছে, রেললাইন অপসারণের কারণেই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। আরএনবি ময়মনসিংহ অঞ্চলের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, গত শনিবার ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিকেল থেকে আন্দোলন করছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা। এর মাঝেই গভীর রাতে রেললাইন খুলে সরিয়ে ফেলার ঘটনা ঘটল