সিরাজগঞ্জ সদরে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ (১৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রা হলেন— ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই এলাকার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) এবং উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।
সোমবার (২৯ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
তিনি জানান, সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন রিয়াদ। এসময় কয়েকজন যুবক তাকে হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে হামলার দৃশ্য দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।