কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। তিনি বস্ত্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব কাজ করতেন। নির্বাচনে অংশ নিতে ৪ মাস আগে চাকরটি ছেড়ে দেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
খাইরুল ইসলাম বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকে আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আমার নির্বাচনী এলাকা। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। ৪ মাস আগে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি৷
তিনি জানান, আমি গত বছর সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। চাকরি করায় আমার মনোনয়নপত্র বাদ দেওয়া হয়েছিল৷ সেজন্য আমি এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।