ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র দাখিল করেন লুৎফুজ্জামান বাবর। এর প্রায় আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী মনোনয়নপত্র জমা দেন।
শ্রাবণী এর আগে ২০১৮ সালে এই আসনে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।
এ নিয়ে এ আসনে এবার তিনজন নারী প্রার্থী লড়াই করছেন। অন্য দুজন হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নেত্রকোনা-৪ আসনে। পরের বার আওয়ামী লীগের আবদুল মোমিনের কাছে হারলেও ২০০১ সালে ফের নির্বাচিত হন। এরপরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।