ভোলার লালমোহন উপজেলায় আবু বকর ছিদ্দিক (৫১) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার পর তার রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী গ্রাম থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু বকর ছিদ্দিক চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গনি ও আছিয়া বেগম দম্পতির ছেলে।
পুলিশ জানায়,স্থানীয়রা রাতের আঁধারে রক্তাক্ত মরদেহটি নির্জন রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লালমোহন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে যাত্রী সেজে দুর্বৃত্তরা তার রিকশায় ওঠেন ও চালককে হত্যার পর রিকশাটি নিয়ে যান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের পেটে ও পাজরে ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে অজ্ঞাত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরে তার পরিচয় মিলেছে। তিনি একজন রিকশা চালক, তার রিকশাটি পাওয়া যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করবেন বলে জানানো হয়েছে। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান ওসি আলিউল ইসলাম।