বাংলাদেশের রাজনীতিতে শোকাবহ এক দিনে ব্যক্তিগত জীবনে আনন্দের বার্তা পেলেন সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনেই তার ঘরে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান। শোক ও আবেগের মিশেলে সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে খালেদা।
মাহবুব মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বসবাস করলেও তার স্থায়ী নিবাস কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
৩০ ডিসেম্বর দেশ যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকে নিমজ্জিত, ঠিক সেই দিনেই মাহবুব মিয়ার সংসার আলো করে আসে এক কন্যাসন্তান। এই দিনে সন্তান জন্মগ্রহণ করায় তিনি নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে মেয়ের নাম রাখেন ‘খালেদা’।
এ বিষয়ে মাহবুব মিয়া বলেন, বাংলাদেশের জন্য এটি একটি শোকের দিন। ঠিক সেই দিনেই আমার ঘরে মেয়ের জন্ম হয়েছে। আমি চাই সে যেন খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও উদার মনমানসিকতার মানুষ হিসেবে গড়ে ওঠে।