সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মের পর এক নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে শিশুটির মা ও তার স্বজনরা পলাতক রয়েছেন। উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
নিহত নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করিম মণ্ডলের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর দাম্পত্য কলহের জেরে জান্নাতুল স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।
নবজাতকের দাদা নবী মণ্ডল দাবি করেন, জান্নাতুল ফেরদৌসের গর্ভে করিমের সন্তান বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখা হয়। মঙ্গলবার রাতে বাবার বাড়িতে একটি কন্যাসন্তান প্রসব করেন জান্নাতুল। এরপর নবজাতককে গলা কেটে হত্যা করে লাশ বাড়ির বাথরুমে রাখা হয়।
তিনি আরও বলেন, ভোরে বাড়ির পেছনে গর্ত করে নবজাতকের লাশ মাটি চাপা দেওয়ার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। পরে ঘটনাটি জানাজানি হলে জান্নাতুল ফেরদৌস ও তার স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
নবী মণ্ডল বলেন, ‘ওরা আমার ছেলের শেষ স্মৃতিটুকুও বাঁচতে দিল না। আমি এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে করিমের দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের পরামর্শে গত ২৭ অক্টোবর করিমকে অতিরিক্ত পরিমাণে গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।