ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ধানক্ষেতে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার উত্তর বাগড়ি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন তৈয়েবুর মোল্লা, মো. হাদিকুর রহমান বিশ্বাস, প্রাইভেট কারের চালক মো. সুমন বিশ্বাস, মো. রকিবুল গাজী ও যুবরাজ খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে খুলনায় ফেরার পথে প্রাইভেট কারটি উত্তর বাগড়ি স্কুল এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়ক থেকে ছিটকে পাশের ধানক্ষেতে পড়ে যায়।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
এ ছাড়া রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।