নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা জলাধার খনন প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের বিরোধ সংঘর্ষে রূপ নিয়েছে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের সামনেই আনসার ক্যাম্পে ভাঙচুর চালায়। এতে স্থানীয় সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে কোনো ধরনের জমি অধিগ্রহণ ছাড়াই তিন ফসলি জমিতে খনন কাজ শুরু করা হয়। এতে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হওয়ার শঙ্কার পাশাপাশি বিস্তীর্ণ ফসলি জমি ধ্বংসের মুখে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান কথা বলতে রাজি হননি।
অন্যদিকে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, ‘দেশে রাষ্ট্রীয় শোক চলমান থাকায় আগামী তিন দিন খনন কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তার পরও কেন কাজ শুরু করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেন। তারাই ভালো বলতে পারবে।’
এদিকে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।