জীবনের পথে কখনো কখনো এমন ঘটনা ঘটে, যা শুধু ব্যক্তিকে নয় সমাজকেও নাড়া দেয়। তেমনই এক আত্মিক ও জীবনঘনিষ্ঠ যাত্রার গল্প নিয়ে আজ আলোচনায় ডা. সিরাজুল ইসলাম সিরাজী। এক সময় সনাতন ধর্মাবলম্বী এই মানুষটি বিশ্বাসের গভীর অনুসন্ধানের মধ্য দিয়ে ইসলাম গ্রহণ করেন। সময়ের ব্যবধানে সেই মানুষটিই আজ দাঁড়িয়েছেন জাতীয় রাজনীতির মঞ্চে। আগামী সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর -নলছিটি) আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী তিনি।
৪২ বছর আগে ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে পরিবার, সমাজ ও পরিচিত মহলে নানা প্রশ্ন ও চাপের মুখোমুখি হতে হয়েছিলেন তিনি। তবুও নিজের বিশ্বাসের জায়গা থেকে পিছু হটেননি। ইসলাম গ্রহণের পর ইসলামি দাওয়াত, চিকিৎসা পেশার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, চিকিৎসাসেবা দান ও সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই এলাকায় গ্রহণযোগ্যতা তৈরি করেন ডা. সিরাজী। সেই পথচলার স্বীকৃতি হিসেবেই তিনি আজ রাজনীতিতে এসেছেন বলে মনে করছেন অনেকেই।
এ বিষয়ে ডা. সিরাজুল ইসলাম সিরাজী বলেন, ‘রাজনীতিতে এসেছি মানুষের অধিকার ও কল্যাণের কথা বলতে। ধর্ম, মত বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঝালকাঠির সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসেন। সবাইকে হাতপাখা প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হবে। আমি বিজয়ী হলে ঝালকাঠির সকল দুর্দশা নিরসনে সরকারি বরাদ্দ শতভাগ নিশ্চিত করব। নতুন ঝালকাঠি- নলছিটি উপহার দেব। রাস্তাঘাট, নদী ভাঙন, বেকারত্বের অভিশাপ, ঝালকাঠি হাসপাতাল, নলছিটি হাসপাতাল নিয়ে কাজ করব। সর্বপরি সকলের পরামর্শ নিয়ে কাজ করব।’
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নলছিটি উপজেলার সভাপতি জুলাইযোদ্ধা আবু মুছা বলেন, ডা. সিরাজুল ইসলাম সিরাজী সব সময় সত্যের পক্ষে কথা বলেছেন। তিনি ন্যায়পরায়ণ একজন মানুষ এবং এই ঝালকাঠি একসময় বিএনপির ঘাঁটি হিসেবে বলা হতো। তবে এ বছর ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী প্রার্থী হওয়ায় হাতপাখা মার্কা এগিয়ে রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয় লাভ করবেন।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, ‘ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী দীর্ঘদিন যাবত নলছিটিতেই থাকেন। নলছিটির মানুষের সঙ্গেই তার ওঠা-বসা এবং এই নলছিটিবাসী তাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয় লাভ করবেন।’