আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ সংসদীয় আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) যাচাই-বাছাইয়ে নয় প্রার্থীর মধ্যে মো.মহিবুল্লাহ ও তাছলিমা বেগম নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে হলরুমে যাচাই-বাছাই শেষে ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডা.শামীম রহমান।
এই আসনে যাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে তারা হলেন- বিএনপির মো.হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সালাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলাউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোকফার উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো.জাকির হোসেন খন্দকার।
এসময় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা জানান, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। বাছাই শেষে নয় প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এসময় ১% ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈবচয়ন করে সঠিক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো.মহিবুল্লাহ ও তাছলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়।