মানবিকতা যে শুধু কথার বিষয় নয়, তা কাজে প্রমাণ করে দেখাচ্ছেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেহেরুন্নাহার। শীতের তীব্রতা আর রাতের অন্ধকারকে উপেক্ষা করে তিনি শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছুটে যাচ্ছেন অসহায় ও দরিদ্র মানুষের দুয়ারে। রাতের আঁধারে মাদরাসা ও গ্রামাঞ্চলে গিয়ে নিজ হাতে কম্বল বিতরণ করে তিনি স্থাপন করেছেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শীতার্ত নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে ইউএনও প্রমাণ করেছেন-প্রশাসন চাইলে মানুষের প্রকৃত বন্ধু হতে পারে। তার এই ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বলছেন, এমন মানবিক ও নির্ভীক অফিসারই আজকের দিনে খুব বেশি প্রয়োজন ছিল, আর সেই মানুষটিকেই তারা পেয়েছেন।
কম্বলপ্রাপ্ত দরিদ্র পরিবারগুলোর সঙ্গে কথা হলে নাগরিক প্রতিদিন-কে তারা জানান, বিগত বছরগুলোতে অনেকেই ঠিকমতো শীতবস্ত্র পাননি। কিন্তু এবার প্রশাসনের সরাসরি নজরদারিতে তারা সময় মতো কম্বল পেয়েছেন। এতে তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই মাগুরা সদর উপজেলার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন এই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মেহেরুন্নাহার।
সাধারণ জনগণের প্রত্যাশা- এভাবেই মানবিকতার জয় হোক, প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক এবং তার এই নজিরবিহীন উদ্যোগ ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাক। মানুষের পাশে দাঁড়ানো এমন মানবিক প্রশাসনিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার- যা সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তুলবে।