নওগাঁয় নতুন বছরের প্রথমদিনে স্কুলে স্কুলে বিতরণ করা হচ্ছে নতুন বই। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা থেকে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়।
বছরের প্রথম দিনে হাতে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অনেকেই বই পায়নি। বিশেষ করে অষ্টম শ্রেনীর বই এখনো আসেনি।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এবছর প্রাথমিক বিদ্যালয়ে ১০ লাখ ৩৬ হাজার ৪৭টি বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই পাওয়া গেছে।
অপরদিকে মাধ্যমিকে বইয়ের চাহিদা ছিল ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬ টি। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ২০ লাখ ৬৮ হাজার ১৮০টি।