১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলায় ১৭৮টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। জেলার ৬টি সংসদীয় আসনের মোট ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮১টি ঝুঁকিপূর্ণ ও ৪৬৪টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে সরেজমিন পরিদর্শন শুরু হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৫৬ হাজার ৪১৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩০ হাজার ৪০৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন অফিস করে না, এটি পুলিশের ডিএসবি শাখা প্রস্তুত করে। তবে আমাদের কাছে সব ভোটকেন্দ্রই সমান গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ভোটকেন্দ্রগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে। সব কেন্দ্র পরিদর্শন শেষ হলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। কিছু কেন্দ্র মেরামত করা হয়েছে। চরাঞ্চলের যেসব কেন্দ্রে নৌপথ ছাড়া যাতায়াত সম্ভব নয়, সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।