বগুড়া-১ আসন
বগুড়া-১ আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
এদের মধ্যে কাজী রফিকুল ইসলাম এবং আহসানুল তৈয়ব জাকিরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর শাহাবুদ্দিন ও গণফোরাম মনোনীত জুলফিকার আলীর প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলম লিপির প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এর আগে শুক্রবার সকালে শাহজাদী আলম লিপির প্রার্থিতা বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
লিপির প্রার্থিতা বাতিলের বিষয়ে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাদী লিপি সমর্থক হিসেবে যেসব ভোটারের স্বাক্ষর দেখিয়েছিলেন, তারা সেই স্বাক্ষর দেওয়ার কথা অস্বীকার করেছেন। তাই নিয়ম অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’
এদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় এবং প্রস্তাবক উপস্থিত না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত দুই প্রার্থীর প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে। এছাড়া বিকেলে বগুড়া-২ ও বগুড়া-৩ আসনের ১২ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়।
বগুড়া-১ আসনে একই দলের দুজনকে মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আসনটিতে দলের মূল প্রার্থী সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পায়। এ কারণে ঝুঁকি এড়াতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন ২৮ ডিসেম্বর বিকল্প প্রার্থী হিসেবে সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি আহসানুল তৈয়ব জাকিরকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের ঋণ থাকলেও উচ্চ আদালতের আদেশের কারণে বাংলাদেশ ব্যাংক তার নাম ঋণ খেলাপির তালিকায় রাখেনি। তাই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’