ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারে কোস্ট গার্ড ও নৌপুলিশ কাজ করছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নৌকার মাঝি ও শ্রমিকরা জানান, রাতে মাঝ মেঘনায় ঘনকুয়াশার কারনে এই নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। এসময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা দেখতে পান তাদের নৌকায় পানি ডুকছে। নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা তীরে চলে আসেন।
বোটের মাঝি মো. বিল্লাহ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া থেকে বোটে ৩০০ মণ লবন বোঝাই করে চট্রগ্রাম চ্যানেল থেকে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের বোটটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় বোটের একপাশ ফেটে যায়। পরে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নৌকাটি উদ্ধার করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।