ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় মনোনয়ন বৈধ ঘোষণার সময় হাসনাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয়নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।