নওগাঁয় ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। সকাল থেকে বেলা বাড়া পর্যন্ত দেখা দিয়েছে ঘন কুয়াশা। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের।
৩ জানুয়ারি (শনিবার) জেলার বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষন অফিসের তথ্যমতে, সকাল ৬টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবারের তুলনায় ২ ডিগ্রি কম।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক হামিদুল হক জানান, ভোর থেকে বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। ফলে বাড়ছে হচ্ছে ঠান্ডা জনিত নানান রোগবালাই। খুব প্রয়োজন ছাড়া সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। তবে দুপুরের দিকে সুর্যের দেখা মিললে কমতে থাকে শীতের তীব্রতা।