চাঁদপুরের শাহরাস্তিতে ২টি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি ও ২০২৪ সালের ৫ই আগস্ট লুট হওয়া পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার উপলতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপলতা গ্রামের ফয়সাল হোসেন শাকিল ও লাভলী বেগম।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহারাস্তি মডেল থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে আলমগীরের বসতঘর তল্লাশি করে এসব সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় আলমগীর হোসেনের ছেলে ফয়সাল ও লাভলী বেগমকে আটক করে পুলিশ।
ওসি মীর মাহবুব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৫ই আগস্ট পরবর্তী সময় পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি লুট করার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান।