পিরোজপুর পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে জামায়াতে ইসলামী। রোববার (৪ জানুয়ারি) বলেশ্বর ব্রীজ সংলগ্ন নামাজপুর–পিরোজপুর সংযোগ সড়কে এ সংস্কার কার্যক্রম পরিচালিত হয়।
পৌর জামায়াতের আমির ইসহাক আলী খাঁনের তত্ত্বাবধানে অর্ধশতাধিক নেতাকর্মী সড়কটির খানাখন্দক মেরামত করেন। স্থানীয়দের অভিযোগ, পূর্বে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে কোনো কাজ না হওয়ায় রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন ব্যবসায়ী, কর্মজীবী, স্কুলগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ যাতায়াত করে। ভোগান্তির কথা বিবেচনা করে জামায়াতের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমভিত্তিক এই উদ্যোগ নেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আ ন ম শারাফাত উল্লাহ, সহ-সভাপতি হাফেজ আব্দুল মান্নান, সেক্রেটারি নজরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা জাহিদ, শ্রমিক কল্যাণ বিভাগের অর্থ সম্পাদক জামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, ৫ নম্বর ওয়ার্ডের আ. সত্তারসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতারা।
স্থানীয়রা জানান, জনস্বার্থে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং দ্রুত টেকসই সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।