গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ময়নুল তালুকদার নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম পান্তা পাড়ার মৃত দানেশ তালুকদারের পুত্র।
শনিবার (০৩ জানুয়ারি সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও ময়নুলের পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার ভোরে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ময়নুল। স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খাঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। শনিবার সকালে স্থানীয়রা তার মরদেহ পার্শবর্তী বাঁশ ঝাড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে ও পুলিশে খবর দেয়। গোবিন্দগঞ্জ থানার এস আই সেলিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।