চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কাটার দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে বিজিবি। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় অভিযুক্ত তিনজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মাটি বহনে ব্যবহৃত গাড়ির তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশের জন্য যেমন ক্ষতিকর, তেমনি খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।