পীরের নির্দেশে ভোট দেন না চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
চাঁদপুর ৪ আসন ফরিদগঞ্জের ১৬নং রুপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন, এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ২৯৯ জন। তবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নারী ভোটাররা ভোট দেননি। ভোট না দেওয়ার তালিকায় মুসলিম ছাড়াও রয়েছেন সনাতন ও খ্রিষ্টানসহ অন্য ধর্মের নারীরাও। মূলত পীরের আদেশেই ভোট দেন না নারীরা বলে জানান স্থানীয়রা।
জানা যায়, ১৯৬৯ সালে ভারতের জৈনপুর থেকে হাসনে মওদুদ নামের এক পীর আসেন এই এলাকায়। মহামারি থেকে বাঁচতে নারীদের নির্দেশ দেন পর্দার পাশাপাশি ভোটকেন্দ্রে না যেতে। এরপর থেকেই এ রীতি চলে আসছে এখানে।