চাঁদপুরের হাজীগঞ্জে সিয়াম মুন্সী নামে এক যুবক ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে পৌরসভাধীন বলাখাল বাজারস্থ মুন্সী ভিলা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিয়াম দক্ষিণ বলাখাল এলাকার মো. ওমর ফারুক মুন্সীর বড় ছেলে।
থানা সূত্র জানিয়েছে, প্রেমসংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের সঙ্গে বিরোধের জেরে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যে কোনো এক সময়ে বলাখাল বাজার অবস্থিত নিজ বাসা মুন্সী ভিলার ৪র্থ তলার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিয়াম।
এর আগে সিয়াম মুন্সী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কেউ দায়ি নয়। আমার মৃত্যুর দায়ভার আমার। কারোই দোষ নেই। আমার দোষ আমি মেনে নিলাম। সুখী হোক সবাই। বিদায়।’
তবে স্থানীয় সংবাদকর্মীরা জানতে পেরেছেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা পথ বেছে নেন সিয়াম। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহমেদ চৌধুরী মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা প্রক্রিয়াধীন।