সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েছে সনাতনী সম্প্রদায়। মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভও করেন তারা।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ঝিকিড়া মহল্লার বাসিন্দা গণেশ বনিকের স্ত্রী মিনা বনিক মারা যান। আজ সোমবার সকাল ৮টায় সৎকারের জন্য ঘোষগাতী মহাশ্মশানে নেওয়া হলে শ্মশানের চাবি না দেওয়ায় সৎকারে বাধা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, শ্মশানের চাবি থাকা ব্যক্তি বাবলু ভৌমিক ইচ্ছাকৃতভাবে চাবি না দিয়ে মরদেহ ফেরত পাঠানোর চেষ্টা করেন।
মৃতের ছেলে সন্তোষ বনিক জানান, সৎকারে বাধা পেয়ে তারা মরদেহসহ উপজেলা চত্বরে বিক্ষোভে নামেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে একই শ্মশানে সৎকার সম্পন্ন হয়।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, ঘোষগাতী মহাশ্মশান দীর্ঘদিন ধরে উল্লাপাড়া মহাশ্মশান নামে সকলের জন্য ব্যবহৃত হলেও একটি প্রভাবশালী মহল দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারি অনুদান আত্মসাতের অভিযোগও উঠেছে। তারা অবিলম্বে শ্মশানটি সকল হিন্দু সম্প্রদায়ের জন্য উন্মুক্ত ও নতুন কমিটি গঠনের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করে বাবলু ভৌমিক বলেন, শ্মশানের নাম বিভ্রান্তিকরভাবে ব্যবহার করায় চাবি দেওয়া হয়নি। পরে প্রশাসনের নির্দেশে চাবি দেওয়া হয়।