ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন মিয়া আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
মো. আনোয়ার হোসেন মিয়া সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ফরিদপুরের সালথায় বিএনপির প্রার্থী শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন এই আনোয়ার হোসেন মিয়া। বর্তমানে তিনি ওই মামলায় জামিনে রয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
বিএনপিতে যোগদান প্রসঙ্গে আনোয়ার হোসেন মিয়া বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমি রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। একাধিক হামলা ও মামলার মুখোমুখি হতে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতেই আমি বিএনপিতে যোগ দিয়েছি। ভবিষ্যতে একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
এসময় সালথা উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।