খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদধারী ১৯ জনসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে এনসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্যসচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ ১৯ পদধারী জেলা কমিটির নেতাও রয়েছেন। তারা আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে কাজ করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
যোগদান অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা সংগঠনের দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমার বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম নীতি লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ তোলেন।
বিপ্লব ত্রিপুরা জানান, জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিলো তা আজ শেষ। এখন তারা জামায়াত দাঁড়িপাল্লার সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন। এজন্য এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির দল ও নেতা ওয়াদুদ ভূইয়ার হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে ওয়াদুদ ভূঁইয়া স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়া নতুন নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।