নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। ঠান্ডা শীতে জনজীবনে জবুথবু অবস্থা নেমে এসেছে। বুধবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষন অফিস।
তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বৃদ্ধি পেতে শুরু করেছে শীতের তীব্রতা। সকাল থেকে ঘন কুয়াশা থাকায় বেড়েছে শীতের তীব্রতা।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, এদিন শীত মৌসুমের তাপমাত্রা নওগাঁয় জেলায় সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত দিনের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নিম্নমুখী। ভোর থেকেই জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনাও আছে। তাই দুপুরের দিকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।
রাত ও ভোর বেলার দিকে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। এতে জনজীবনে পোহাতে হচ্ছে দুর্ভোগ। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। খুব প্রয়োজন ছাড়া খুব সকালে ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে শীতে দুর্ভোগে থাকা মানুষরা জানিয়েছেন, ঠান্ডা-শীত উপেক্ষা করে তারা কর্মক্ষেত্রে যান। জীবনের তাগিদে তাদের কর্মজীবন এর মধ্যেই শুরু করতে হয়। শীত বস্ত্রের অভাবে এ বছর ঠান্ডায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন নিম্ন আয়ের মানুষরা।