খাগড়াছড়িতে সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাড়িতে অভিযান চালিয়ে একটি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার প্রজাতির কালো ভালুক, ছয়টি মায়া হরিণ ও দুটি বানর উদ্ধার করেছে খাগড়াছড়ি বন বিভাগ।
খাগড়াছড়ি পৌরসভার তেঁতুল তলা এলাকায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়িতে অভিযান চালিয়ে এসব প্রাণী উদ্ধার করা হয়। খাগড়াছড়ি বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টিম যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী রক্ষার্থে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম টিমের যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী ধরা বা মারা দণ্ডনীয় অপরাধ। যিনি প্রাণীগুলোকে এতদিন লালন-পালন করেছেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এরকম কাজে লিপ্ত থাকবেনা বলে নিশ্চিত করেছেন।
ফরিদ মিঞা বলেন, ‘মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বন উজার ও বন্যপ্রাণী শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী দিনদিন হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণীগুলোকে রক্ষা না করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণীগুলোকে চিনবে না এবং দেখতে কি রকম সেটা তারা জানতে পারবে না। বন ও বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে প্রকৃতি ভালো থাকবে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।’
পরে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা উদ্ধারকৃত প্রাণীগুলোকে বিচরণের জন্য কক্সবাজার ডুলা হাজারা সাফারি পার্ককে হস্তান্তর করেন।