খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির দায়ে ঝালকাঠির রাজাপুরের একটি কামিল মাদরাসায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে রাজাপুর কামিল মাদরাসার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এসময় তারা মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
প্রতিবাদকারীদের অভিযোগ, অভিযুক্ত অধ্যক্ষ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষকের এমন বক্তব্য সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন তারা। মানববন্ধন থেকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
তবে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, মাদরাসার সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ বিষয়ে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হবে। তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।