কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) উপজেলার বাংগরা বাজার থানা এলাকার রাজাবাড়ী গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান।
এ দিন বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট দখলমুক্ত করা হয়।
মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ সাকিব হাসান খান জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের তাজুল ইসলাম, নূরুল ইসলাম আবন ও আবুল বাশারসহ ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ সরকারি ভূমি জবরদখল করে রেখেছিল। এ বিষয়ে একই গ্রামের ইয়ার হোসেন ও শাহাদাৎ হোসেন রুমি লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আনেন।
জেলা প্রশাসকের নির্দেশে মুরাদনগর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে কয়েক দফায় সরেজমিন পরিদর্শন শেষে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দাখিল করা হয়। যার ভিত্তিতে উচ্ছেদের নির্দেশ দেয় জেলা প্রশাসন।
সহকারী কমিশনার মোঃ সাকিব হাসান খান জানান, গাজীরহাট-শ্রীকাইল সড়কের পাশে বৈলঘর মৌজায় উচ্ছেদকৃত ভূমির বাজার মূল্য প্রায় কোটি টাকা। উচ্ছেদ অভিযান পরিচালনা কালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মোঃ শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ ও বাংগরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।