চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে সেন্টমার্টিন ট্রাভেলস বাসের ধাক্কায় তিনজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে ধূমঘাট ফরেস্ট অফিস এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নৌবাহিনীর সদস্য নাফিজ আহমেদ (১৭), তিনি মিরসরাইয়ের মজদিয়া গ্রামের নুর আলমের ছেলে। বাকি দুজন হলেন, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়কের বাসিন্দা মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারীর মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এই বিষয়ে ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ট্রাককে নিয়ন্ত্রণ হারানো সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস পেছন থেকে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করা হয়েছে। বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।