জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানুর রহমান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান।
হত্যার প্রতিবাদে রাতেই অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের বাসিন্দা ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে ইয়ানুর রহমানকে ছুরিকাঘাত করা হয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়ানুরের। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত মোস্তফার বাড়ি ও খড়ের গাদায় অগ্নিসংযোগ করে।
ইয়ানুরের বাবা আলম মন্ডল জানান, আমাদের সাথে মোস্তফা ও তার ছেলে ময়নুলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এর জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি। আমি ছেলে হত্যার বিচার চাই।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।