কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস আলী (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাগুনিয়া থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস আলী উপজেলার তারাগুনিয়া দফাদারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ফেরদৌস আলী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় আহত অবস্থায় মোটরসাইকেল চালক ইস্তারা আলীকে (৪৫) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, সন্ধ্যার সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।