সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে অভিযান পরিচালনা করে নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় ৫ মানবপাচারকারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৯ জানুয়ারি) মধ্যরাতে সমুদ্র উপকুলে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’।
অভিযানকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমুদ্র সৈকত থেকে বোটটি আটক করতে সক্ষম হয় তারা।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে উদ্ধার করা হয়। সেখান থেকে আটক করা হয় পাঁচ মানব পাচারকারীকেও।
উদ্ধার করা ব্যক্তি ও পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।