রাজশাহীতে একটি লবন বহনকারী ট্রাক থেকে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫। পাশাপাশি, ১৩ হাজার কেজি লবন ও কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের একটি মার্কেটের সামনে কার্গো ট্রাকটিতে অভিযান চালায় র্যাব।
অভিযানে হাসানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হাসানুর রহমানের বাড়ি সাতক্ষীরার কলোরোয়া উপজেলার মাঝেরপাড়া গ্রামে।
শনিবার (১০ জানুয়ারি) র্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান পরিচালনা করে। এসময় লবন বহন করা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হাসানুর রহমানকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে হাসানুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি গাঁজা করে আসছেন।