স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগে যাত্রা শুরু করা ‘ফরিদপুর হলিডে মার্কেট’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নানা আয়োজন ছিল কর্তৃপক্ষের। জেলার বহুল আলোচিত এই মার্কেটটির প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের ব্রাহ্মসমাজ সড়কের একটি কমিউনিটি সেন্টারে কেক কেটে নানা আয়োজনের শুভ সূচনা করা হয়।
ফরিদপুর হলিডে মার্কেটের মুখপাত্র লুবাবা তুল জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের ফরিদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার আহাসান কবির।
এসময় ফরিদপুর পৌরসভার বাজার পরিদর্শক এবং হলিডে মার্কেটের সদস্য সচিব মো. কাউসার খান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফরিদপুর জেলা প্রতিনিধি মো. আনিচুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফরিদপুর হলিডে মার্কেট প্রতিষ্ঠার প্রথম ৩৬৫ দিনে জড়িয়ে আছে উদ্যোক্তাদের নানা প্রতিকুলতা জয় করার গল্প। এক বছর আগে স্থানীয় ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার অংশগ্রহণের শুরু হওয়া হলিডে মার্কেটে বর্তমানে জেলার ৪৫ জন উদ্যোক্তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংযুক্ত হয়েছে। আরও প্রায় অর্ধশত উদ্যোক্তা এরই মধ্যে অংশগ্রহণের আগ্রহে নিবন্ধন সম্পন্ন করেছেন। বন্ধের দিনের এই মার্কেটে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি করা শতাধিক প্রকারের পণ্য প্রদর্শিত হয়ে থাকে, যা নজর কেড়েছে স্থানীয় ক্রেতা দর্শনার্থীদের।
ফরিদপুর হলিডে মার্কেটের বর্ষপূর্তির আনুষ্ঠিকতার নানা আয়োজন ও বিনোদনমূলক বিভিন্ন উপস্থাপনায় অংশ নেন ক্ষুদ্র উদ্যোক্তাসহ অতিথিরা।