দীর্ঘদিনের মহল্লাভিত্তিক বিরোধের জেরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটের দিকে সর্দারপাড়া ও ভাঙাবাড়ি মহল্লার সংঘর্ষকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিকের শরীফুল ইসলাম ইন্না বলেন, দীর্ঘদিন ধরে ভাঙ্গাবাড়ি ও সর্দারপাড়া মারামারি চলছে। গতকাল থানায় বসে মীমাংসা করা হয়েছিল। আমার বাসা একদম দুই এলাকার বর্ডারে। ওদের মূল লক্ষ্য আমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, আজকে রাতে কয়েকজন এসে দুইটা পেট্রোল নিক্ষেপ করেছে৷ সামনের আরও দুইটা বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে৷ দুই মোটরসাইকেলে ছয়জন ছিল।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি৷ থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।