নারায়ণগঞ্জের বন্দর থানার আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত সোয়া ১০টা নাগাদ দগ্ধ সাত শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন— ফেরদৌস (৩৮), রাকিব (২৫), মঞ্জু (২৮), তারেক (২১), বাবুল (৩০), খোরশেদ (২৮) ও হাবিব (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, শনিবার রাত সোয়া ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সাতজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হাবিবের শরীরে ১৪ শতাংশ, খোরশেদের শরীরে ১২ শতাংশ, রাকিবের শরীরে ১০ শতাংশ, মঞ্জুর শরীরে ৭ শতাংশ, তারেকের শরীরে ৪ শতাংশ, ফেরদৌসের শরীরে ২ শতাংশ এবং বাবুলের শরীরে ২ শতাংশ দগ্ধ রয়েছে।
দগ্ধের পরিমাণ বেশি থাকায় প্রথম তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। বাকিদেরকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
ড. শাওন আরও বলেন, ‘আমরা দগ্ধদের কাছ থেকে জানতে পেরেছি নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় তারা দগ্ধ হয়েছেন। আমরা বিষয়টি ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করেছি।’