বাগেরহাটে একসঙ্গে পদত্যাগ করেছেন ১২ এনসিপি নেতা। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমানসহ ১০ সদস্য পদত্যাগ করেন।
পদত্যাগ করা অন্যান্য সদস্যরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন বলেন, ‘২৪-এর গনঅভ্যূথানের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম হয়েছিল, সেখানে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে। তাই আমিসহ মোট ১২ জন পদত্যাগ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমার ব্যক্তিগত দর্শন এবং এনসিপির রাজনৈতিক দর্শন সংঘর্ষিক হওয়ায় আমি এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি।’