রাঙামাটিতে জুরাছড়ি ও সদর উপজেলার অর্ধশতাধিক এনসিপি নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা এনসিপির সদস্য সুকুমার দেওয়ানের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির মনোনীতপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা সভাপতি দীপন দেওয়ান দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানুনুর রশিদ মামুন প্রমুখ।
যোগদানকালে এনসিপির জেলা সদস্য সুকুমার দেওয়ান বলেন, ‘আমরা রাঙামাটি সদর উপজেলা ও জুরাছড়ি দুই উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক এনসিপি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি। পরে আরও নেতাকর্মীর বিএনপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে।’
এ প্রসঙ্গে এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘যোগদানের বিষয়টি শুনেছি। তবে এরা কারা যোগদান করেছে তা আমি সঠিকভাবে জানি না। তবে সুকুমার দেওয়ানের নাম শুনেছি।’
বিএনপির কেন্দ্রিয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির মনোনীতপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘বাংলাদেশে বিএনপির বিকল্প নেই। সেই বিষয় বুঝতে পেরে এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছে। ভবিষ্যতে নতুন বাংলাদেশ প্রত্যেয়ে তারা সর্বাত্মক সহায়তা করবেন।’