দুপুরে মিটফোর্ড হাসপাতালের গেটের সামনে দিনদুপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। আশেপাশে শত মানুষের উপস্থিতি থাকলেও কেউ এগিয়ে আসেনি।
প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ৬:১৬:০৪
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার চারজনের মধ্যে মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামের দুইজনকে পুলিশ সরাসরি গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়েছে। বাকি দুই আসামিকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ডিএমপি, তবে এদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ডিএমপি জানায়, বুধবার বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন পাকা সড়কে প্রকাশ্যে হামলার শিকার হন ব্যবসায়ী সোহাগ। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে। প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
ডিএমপি জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনায় জড়িত বাকি ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।