ঘুমন্ত অবস্থায় কাঠের বাটাম দিয়ে মারধরের অভিযোগ, চিকিৎসাধীন শিশুটি; ব্যবস্থা না নেওয়ায় আদালতে মামলা
প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১১:৫৩:৩১
শহীদ ক্যাডেট একাডেমি সিরাজগঞ্জ শাখার ষষ্ঠ শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ও পরিচালকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ সদর থানার আমলি আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মো. সোহেল রানা। মামলার আসামি করা হয়েছে সহকারী শিক্ষক মো. বুলবুল (৪২) ও পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০)।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় সাত মাস ধরে ক্যাডেট ব্যাচের ষষ্ঠ শ্রেণিতে আবাসিকভাবে পড়াশোনা করছিল। গত ১৭ জুলাই অসুস্থ থাকায় সে সময়মতো ঘুম থেকে উঠতে না পারায় সহকারী শিক্ষক বুলবুল ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।
ঘটনাটি গোপন রাখতে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন শিশুটির মা-বাবা তাকে দেখতে গেলে সহপাঠীরা বিষয়টি জানায় এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখেন তারা। তাৎক্ষণিক শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় শিশুটির অভিভাবকরা পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে বিচার চাইলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে পরে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো অভিযোগকারীকে হুমকি দেন এবং অফিস থেকে বের করে দেন। থানায় অভিযোগ দিয়েও কোনো সাড়া না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত শিক্ষক বুলবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
শাসন করতে গিয়ে মারধর করেছি।
অপরদিকে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু দাবি করেন,
মারধর একটু বেশি হয়ে গেছে। তবে অভিভাবক থানায় অভিযোগ দেওয়ার পর আমার সঙ্গে যোগাযোগ করেননি।
তিনি মামলার বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে মানহানি মামলা করব।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোকলেছুর রহমান জানান, “আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”