শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি
করোনার নতুন ধরণ ও ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬ নির্দেশনা
প্রকাশিত :
১৬ জুন ২০২৫, ৫:২৮:১০
দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ প্রতিরোধ ও ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
রবিবার (১৫ জুন) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জারি করা হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে নির্দেশনাগুলো পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ লক্ষ্যে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক সভার সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে প্রচারণা চালাতে হবে।
করোনাভাইরাস প্রতিরোধে করণীয়:
- নিয়মিত ও প্রয়োজনমতো অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
- জনসমাগম পরিহার করা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
- করোনা আক্রান্ত ব্যক্তির নিকটবর্তী হওয়া থেকে বিরত থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- হাত পরিষ্কার না থাকলে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
- হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে নিতে হবে।