প্রকাশিত :
০৭ নভেম্বর ২০২৫, ১২:৫৭:৩৮
বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘর আলো করে এলো নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। সেপ্টেম্বরই সুখবর দিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। তারপর থেকেই সময় গোনা শুরু করেছিলেন অনুরাগীরা।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি নিশ্চিত করেন ভিকি নিজেই।
পোস্টে ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ পোস্টের সঙ্গে যুক্ত করেন একটি হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। বিয়ের পর থেকেই আলোচনায় ছিলেন এই তারকা দম্পতি। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুরছিল বলিউড মহলে। লন্ডনে মায়ের কাছে গিয়ে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে দূরে থাকা ও তীর্থস্থানে যাওয়া; এসব কারণেই বাড়তে থাকে জল্পনা। এর বাইরে নিজের প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে।
গত সেপ্টেম্বরে নিজের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ‘অপেক্ষায় আছি সন্তানের। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই। এই সময়টা খুবই উত্তেজনার। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা।’
ক্যাটরিনা বরাবরই মা হতে চেয়েছিলেন। ১০ বছর আগের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলিকে তিনি বিশেষ মর্যাদা দেন। ক্যাটরিনা বলেছিলেন, ‘অন্য রকমের চিন্তাভাবনা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।’
সূত্র: আনন্দবাজার।