বলিউডের সুপারস্টার সালমান খানের উপস্থিতি মানেই চমক। অভিনয় কিংবা বাইরের যেকোনো বিষয় নিয়ে সরব হলেই সবাই হুমড়ি খেয়ে পড়েন তা নিয়ে। আগামী ২৭ ডিসেম্বর এই সুপারস্টারের জন্মদিন।
এবার তার এই শুভক্ষণটি বিশেষ করে তোলার প্রানান্ত চেষ্ঠা চলছে। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ব্যাটল অব গালওয়ান’ নামের একটি সিনেমা। এটি নিয়ে সালমান ভক্তদের আগ্রহ তুঙ্গে। তাই সিনেমাটির কর্তৃপক্ষ এটির একটি টিজার প্রকাশের পরিকল্পনা নিয়েছে।
বেশ কিছুদিন ধরেই নাকি নতুন এই ঝলক তৈরির কাজে ব্যস্ত রয়েছেন সিনেমার কলাকুশলীরা। প্রযোজনা প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, সালমানকে এই সিনেমায় অচেনা রূপে দেখা যাবে। এমন ঘোষণায় নড়েচড়ে বসেছেন সালমান খান ভক্তরা। সিনেমাটি মুক্তি পেলেই প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটবে বলে সবার ধারণা।