ভারতের স্বনামধন্য ধনকুবের মুকেশ আম্বানি। আম্বানি পরিবারের মুম্বাইয়ের ২৭ তলা বিলাসবহুল ‘অ্যান্টিলিয়া’ বাড়িটি শুধু জাকজমকপূর্ণ বাড়ি হিসেবেই নয়, বরং এ আলোচিত নানা কারণে। এই বাড়িটি নিয়ে নানা আলোচনার মধ্যে একটি হলো এর কর্মচারীর সংখ্যা ও তাদের বেতন।
বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই বাড়িতে নিয়মিত কাজ করেন প্রায় পাঁচশ থেকে ছয়শ কর্মচারী। এদের মধ্যে রয়েছেন— রাঁধুনি, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তারক্ষী, ড্রাইভার, ম্যানেজমেন্ট স্টাফ ও প্রযুক্তি সহায়তাকারীরা।
মিডিয়া রিপোর্ট বলছে, সাধারণ গৃহকর্মীরা মাসে গড়ে ৩০ থেকে ৬০ হাজার রুপি পর্যন্ত বেতন পান। অভিজ্ঞ রাঁধুনি, ড্রাইভার কিংবা সিনিয়র সার্ভিস স্টাফদের বেতন মাসে এক থেকে দুই লাখ রুপি পর্যন্ত হতে পারে।
শুধু বেতন নয়, কর্মচারীরা পান স্বাস্থ্য বীমা, বেতনসহ ছুটি, উৎসব বোনাস ও কখনও কখনও সন্তানের শিক্ষাসহায়তাও। তবে উল্লেখযোগ্য বিষয় হলো— এই বেতন কাঠামো নিয়ে আম্বানি পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। সব তথ্যই গণমাধ্যম ও লাইফস্টাইল রিপোর্টের ভিত্তিতে প্রকাশিত।
ওই রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আম্বানিদের বাড়িতে কাজ করা কর্মচারীরা ভারতের গড় মানের তুলনায় বেশ ভালো বেতন সুযোগ-সুবিধা পান।