২৯ বছর আগে মৃত্যু হয় ঢালিউডের চিরসবুজ সুপারস্টার সালমান শাহের। বাংলাদেশের কালজয়ী এই চিত্রনায়কের মৃত্যুও বিষয়টি রহস্যেঘেরা। মৃত্যুর পর থেকেই সালমানের পরিবারের সদস্য ও ভক্তরা মৃত্যুকে হত্যাকান্ড বলে আসছেন।
তবে সালমানের মারা বিষয়টি নিয়ে অপমৃত্যু মামলা চলমান ছিল। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিত্রে আদালতের অনুমতি সাপেক্ষে গত ২০ অক্টোবর সালমান শাহের মামা আলমগীর কুমকুম ১১জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলা দায়েরের পরও মামলার অগ্রগতি ঠিক মতো না হওয়ায়, আদালতের কাছে অসন্তোষ জানিয়ে আবেদন করেন আলমগীর কুমকুম।
বাদীপক্ষ সালমান শাহের স্ত্রী সামিরা, সহশিল্পী ডনসহ ১১জনের সম্পত্তি জব্দ করার আবেদন জানিয়েছেন আদালতের কাছে।