২০১৬ সাল। গায়ক জাস্টিন বিবারের বয়স তখন মাত্র ২১। সেই সময়েই আরেক তারকা সেলেনা গোমেজের সঙ্গে এই পপ গায়কের গভীর প্রেমের সম্পর্ক হয়।
বিবার-সেলেনার প্রেমকাহিনী সারা বিশ্ব আলোড়িত করেছিলো সেই সময়। এই রোমান্টিক জুটিকে সবাই ভালবেসে ডাকতেন ‘জেলেনা’ নামে।
তাদের প্রেম যখন তুঙ্গে, তখনই একটি অন্তরঙ্গ ছবিতে ধরা দিয়েছিলেন বিবার ও সেলেনা। ঠোটে ঠোট রেখে তোলা সেই ছবি ঘিরে তখন দারুণ আলোচনাও হয়েছিল ভক্তদের মধ্যে।
২০২৬ সালে এসে হঠাৎ সেই ছবি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ১০ বছর আগের ওই ছবিতে এক অনুরাগী মন্তব্য করেছিলেন, ‘এই জুটি অমর হোক’।
এক দশক পরে সেই মন্তব্যে ‘লাইক’ দিয়েছেন জাস্টিন বিবার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তা হলে দুই শিল্পীর প্রেম কি আজও আছে? যদিও শুধু লাইক দেয়া ছাড়া বিবার আর কোনো মন্তব্য করেন নাই সেই ছবিতে। ছবিটি প্রসঙ্গে একই ভাবে নিশ্চুপ সেলেনা গোমেজও। ফলে, ‘প্রাক্তন’ জুটির অনুভূতি জানার কোনও উপায়ই নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, অনেক বছর আগেই প্রেমের সেই সম্পর্ক ভেঙ্গে গেছে তাদের। তবুও অনেকের মনে কিছুটা সন্দেহ জাগতে শুরু করেছে, সত্যিই কি তাদের প্রেম শেষ?
এদিকে, সেলেনার সঙ্গে প্রেম ভাঙার দু’বছর পরই বিয়ে করেন জাস্টিন বিবার। তার বৈবাহিক জীবন এখনও টিকে আছে। যদিও দাম্পত্য জীবন অনেক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। সম্প্রতি বিবারের বিয়ে ভাঙার খবরও চাউর হয়েছে। তবে তারা এখনও এক ছাদের নীচেই আছেন বলে জানা গেছে।